News and Events

শাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের সাথে নবনিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Date : 15 Jun 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে নবনিযুক্ত ২৫ জন শিক্ষক ও ৭ জন কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার (১৫ জুন, ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, “জুলাই ২৪ আন্দোলনের পর আমরা ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি। সেই নীতিকে অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে। এখানে কোনো রঙ, অঞ্চল বা পক্ষপাতের ভিত্তিতে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিজ নিজ বিভাগে এমনভাবে কাজ করবেন, যাতে অন্য সহকর্মীরা বলেন ভাল সহকর্মী পেয়েছি। শিক্ষার্থীরা যেন কখনও না ভাবে তাদের শিক্ষকরা আন্তরিক নন। আমি নিজে কোনো দিন সিলেবাসের একটি শব্দ না পড়িয়ে কোর্স শেষ করিনি, আপনারাও করবেন না। পাশাপাশি গবেষণায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। গবেষণার প্রয়োজনে সিনিয়রদের সহযোগিতা নিবেন।”

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা মেধাবীদের নিয়োগ দিয়েছি, আপনারা যেন সেই মেধার পরিচয় দিয়ে কাজ করেন। অফিসে সময়মতো উপস্থিত থাকা এবং সহকর্মীদের সাথে পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মান এমন হতে হবে যেন কেউ বিরক্ত না হয়, এবং এক সপ্তাহের কাজের মাধ্যমে প্রমান করবেন যে আপনারা যোগ্য কর্মকর্তা।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন নবনিযুক্তদের শাবিপ্রবি পরিবারে স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেকে যেন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন, সেটাই কাম্য।”

রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, “আপনারা দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে কাজ করবেন। প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করাই সবার লক্ষ্য হওয়া উচিত।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সুফিয়ান চৌধুরী এবং উপ-পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার।