শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য অধিগ্রহণ করা ভূমি ঘুরে দেখেন এবং অবকাঠামো উন্নয়নের সম্ভাব্য দিকগুলো নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সিনিয়র শিক্ষকবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমেদ কবির, অধ্যাপক ড. রেদোয়ান আহমেদ, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন এবং ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
Copyright © 2025