শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আজ সোমবার (২৪ মার্চ ২০২৫) সকাল ১১টায় হবিগঞ্জ মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে তিনি কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহমেদ কবির, অধ্যাপক ড. রেদোয়ান আহমেদ, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন এবং ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
পরিদর্শক দল কলেজ প্রাঙ্গণে পৌঁছালে কলেজের প্রিন্সিপাল ডা. জাবেদ জিল্লুল বারী এবং সিনিয়র শিক্ষকবৃন্দ তাদের অভ্যর্থনা জানান।
Copyright © 2025