General Notice

শাবিপ্রবি সিলেট এর সকল নিরাপত্তা প্রহরীদের জন্য ২টি গ্রুপে আগামী ২৭ এবং ২৮ জুন ২০২৫ তারিখ সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মিনি অডিটোরিয়ামে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

Date : 23 Jun 2025 - 30 Jun 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর সকল নিরাপত্তা প্রহরীদের জন্য ২টি গ্রুপে আগামী ২৭ এবং ২৮ জুন ২০২৫ তারিখ সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মিনি অডিটোরিয়ামে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব কালাম আহমদ চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়া আলোচক হিসেবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন।